প্রথম পাতা খবর এ বার স্বাস্থ্যসচিব-সহ তিন আধিকারিকের ইস্তফার দাবিতে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

এ বার স্বাস্থ্যসচিব-সহ তিন আধিকারিকের ইস্তফার দাবিতে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

320 views
A+A-
Reset

সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসা পরিষেবায় ফেরার নির্দেশ দেওয়ার পরও ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন। মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

তাঁরা এবার পাঁচ দফা দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা (ডিএইচএস), এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই)-র ইস্তফার দাবি তুলেছেন। আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্যের চিকিৎসক সমাজে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও, জুনিয়র ডাক্তাররা দাবি করছেন যে, বিচার ও নিরাপত্তা সংক্রান্ত তাঁদের দাবিগুলি পূরণ না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম হল, আরজি করের ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার, অভিযুক্তদের গ্রেফতার এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এছাড়াও, স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের ইস্তফার দাবি উঠেছে।

আন্দোলনকারী চিকিৎসকদের মতে, এই কর্মকর্তারা তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির জন্য তাঁদের পদত্যাগ করা উচিত। এই দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দফতর বা সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জুনিয়র ডাক্তারদের এই পদক্ষেপে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আবারও চাপে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.