প্রথম পাতা খবর “পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন”, আবেদন মুখ্যমন্ত্রীর

“পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন”, আবেদন মুখ্যমন্ত্রীর

42 views
A+A-
Reset

আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের জেরে পুজো বয়কটের ডাক উঠেছে। বিভিন্ন জায়গায় সরকারি অনুদানও বয়কট করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আন্দোলনের প্রভাব যে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোতেও পড়তে পারে, তা এখন অনুমান করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে জনসাধারণের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন।”

সোমবার মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট, মানুষ যেন এই বিক্ষোভের আবহে তাদের প্রিয় উৎসব থেকে বিচ্ছিন্ন না হয়। দুর্গাপুজো বাংলা ও বাঙালির আবেগের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, এবং এর মধ্যে রাজ্যের শান্তি ও সমন্বয় বজায় রাখার বার্তাও দিয়েছেন তিনি।

রাজ্যের বিভিন্ন এলাকায় আরজি কর-কাণ্ড নিয়ে উত্তেজনা থাকলেও, পুজো উদ্যোক্তাদের মধ্যে এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সরকারি অনুদান বয়কটের প্রবণতা কিছু জায়গায় দেখা যাচ্ছে। এমন আবহে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, ‘‘এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’’ বিরোধী দলের নেতারা আপাতত মমতার ওই বক্তব্যের সমালোচনায় সরব।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যাতে রাজ্যজুড়ে উৎসবের আবেগকে বাঁচিয়ে রাখা যায়। তিনি বারবার শান্তি ও সমন্বয়ের বার্তা দিয়ে আসছেন এবং চেষ্টা করছেন উৎসবের আনন্দকে ফিরিয়ে আনতে। রাজ্য প্রশাসনও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.