কলকাতা: শালিমার স্টেশন চত্বরে সিআইডি’র বিশেষ অভিযানে ধরা পড়ল আন্তঃরাজ্য শিশুপাচার চক্র। এই চক্রের দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাত্র দু’দিন বয়সি একটি শিশুকন্যাকে, যাকে দ্রুত হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির বিশেষ একটি দল অভিযান চালায় শালিমার স্টেশন এলাকায়। অভিযানে মানিক হালদার নামে এক যুবক এবং মুকুল সরকার নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু উদ্ধার অভিযানে সিআইডির সাথে উপস্থিত ছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিঃসন্তান দম্পতি সেজে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সিআইডি আধিকারিকেরা। বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি মানিক ও তাঁর স্ত্রী মুকুল। শিশুটিকে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। রবিবার শালিমার স্টেশনে তাঁরা শিশু নিয়ে পৌঁছাতেই, হাতেনাতে ধরা পড়েন সিআইডি’র ফাঁদে।
সিআইডি সূত্রের খবর অনুযায়ী, শিশুটিকে বিহারের গয়া থেকে চুরি করে আনা হয়েছিল এবং পশ্চিমবঙ্গে পাচারের পরিকল্পনা ছিল। তদন্ত চলছে এবং শিশুটিকে ঠিক কোন রাজ্য থেকে এবং কাদের মাধ্যমে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী দল, যাতে এ চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজ মিলতে পারে।