প্রথম পাতা খবর মন্দারমণিতে ‘অবৈধ’ হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

মন্দারমণিতে ‘অবৈধ’ হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

274 views
A+A-
Reset

কলকাতা: মন্দারমণির ‘অবৈধ’ হোটেল ও লজ ভাঙা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জানুয়ারি হবে।

গত ১১ নভেম্বর সিআরজেড (কোস্টাল রেগুলেটেড জোন) জেলা কমিটির সুপারিশে মন্দারমণি এবং সংলগ্ন এলাকায় ১৪৪টি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। ২০ নভেম্বরের মধ্যে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছিল। জেলাশাসকের নির্দেশের বিরোধিতা করে মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

এর পর গত ২২ নভেম্বর বিচারপতি অমৃতা সিংহ জেলাশাসকের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন এবং ১৩ ডিসেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি, ৪ ডিসেম্বরের মধ্যে জেলাশাসককে এই বিষয়ে একটি বিশদ রিপোর্ট জমা দিতে বলা হয়।

মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি অমৃতা সিংহ বর্তমানে পোর্টব্লেয়ার বেঞ্চে থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত হোটেল ভাঙার বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।

প্রসঙ্গত, ২০২২ সালেও জাতীয় পরিবেশ আদালত উপকূল বিধি না মেনে তৈরি হওয়া এই হোটেলগুলিকে বেআইনি বলে ঘোষণা করেছিল এবং সেগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। এ নিয়ে পুনরায় বিতর্ক দানা বাঁধায় জেলা প্রশাসনের নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছেন হোটেল মালিকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.