ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে বিতর্কের মাঝেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সমর্থন করেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তিনি স্পষ্ট জানান, ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়েরই।
লালুপ্রসাদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের প্রধান করা উচিত। কংগ্রেস যদি আপত্তি তোলে, তাতেও কিছু যায় আসে না।”
আরজেডি নেতা তেজস্বী যাদবও জানান, “ইন্ডিয়া জোটের যে কোনো সিনিয়র নেতা নেতৃত্ব দিতে পারেন। তবে এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া উচিত।”
শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও মমতার নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি পশ্চিমবঙ্গে বিজেপির ভুল প্রচার ও ভুয়ো তথ্য রুখে দিয়েছেন। নেতৃত্ব পেলে তিনি ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করবেন।”
শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন, “কেউ রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন না। তবে মমতা বা লালুপ্রসাদের মতো নেতাদের মতামত শুনে দেখাও জরুরি।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের কার্যপদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, “আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম। এখন যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের দায়িত্ব পালন করতে হবে। যদি তাঁরা তা না পারেন, তবে আমি নেতৃত্ব দিতে প্রস্তুত।”