কৃষ্ণনগর: মঙ্গলবার ভোরে নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। জানা গিয়েছে, শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায় কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরির পিছনে দ্রুতগতিতে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপ ভ্যানের তিন আরোহী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই গাড়িই কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। তবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল। এই কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশে খবর দেন। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় দুটি গাড়ির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষত, পিকআপ ভ্যানটির গতি অতিরিক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কুয়াশার কারণে রাস্তার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।