কলকাতা: নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের পরিষেবা শুরুর প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী সোমবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি পরিদর্শনে আসবেন। সেই উপলক্ষে শনিবার নোয়াপাড়া-এয়ারপোর্ট অংশে ট্রায়াল রানের প্রস্তুতিমূলক পর্ব সম্পন্ন করা হয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এ দিন শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া হয়েছে, যাতে পরিদর্শনের সময় কোনও ত্রুটি না থাকে।
শনিবার বিকেল ৪.২০ মিনিটে নোয়াপাড়া স্টেশন থেকে মেট্রো রেক ‘এমআর ৪০৭’ ছাড়ে। চিফ ইঞ্জিনিয়ার (নির্মাণ) দেবেন্দর কুমার-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা এই পরীক্ষামূলক দৌড়ে উপস্থিত ছিলেন। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছানোর পরে পুজোর আয়োজন করা হয়। সেখান থেকে মেট্রো রেকটি ফের নোয়াপাড়ায় ফিরে আসে। প্রস্তুতিমূলক দৌড়ে পরীক্ষা করা হয় ট্র্যাক, থার্ড লাইন, এবং অন্যান্য সিস্টেমের কার্যকারিতা।
জানা গিয়েছে, ২০২৫ সালের মার্চের মধ্যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছেন মেট্রো কর্তৃপক্ষ। এর আগে গত মার্চ মাসে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট অংশে ট্রায়াল রান সফল হয়েছিল এবং সিআরএস অনুমোদনও মিলেছিল। তবে, ওই অংশে পরিষেবা চালু না করে সরাসরি এয়ারপোর্ট পর্যন্ত লাইনটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোয়াপাড়া স্টেশন হবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন (নোয়াপাড়া-এয়ারপোর্ট) এবং ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া) সংযোগস্থল। বাণিজ্যিক পরিষেবা চালু হলে যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে এই সংযোগ।
পরিকাঠামোগত প্রস্তুতি সম্পূর্ণ করে সময়মতো পরিষেবা চালু করতে মরিয়া মেট্রো কর্তৃপক্ষ। সোমবার জেনারেল ম্যানেজারের পরিদর্শনের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।