প্রথম পাতা খবর দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত

দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত

304 views
A+A-
Reset

ডেস্ক: দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃত্যুও। মঙ্গলবারের তুলনায় বুধবার আবারও বেড়েছে করোনা সংক্রমণ। দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। একদিনে মৃত্যুর সংখ্যা আবারও চার হাজার ছাড়াল। বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যাও। বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।  দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ১৯৭ জনের।  


 গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন। মঙ্গলবারের হিসেব অনুযায়ী,  সুস্থ হয়েছিলেন  ৩ লক্ষ ৫৬ হাজার ০৮২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য কমে ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৯৩ লক্ষ ৮২ হাজার ৬৪২ জন।  কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ১৭.৫২ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.