221
অবশেষে চৈত্রের খরতাপের মাঝে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা সহ উত্তরবঙ্গের কোচবিহারেও ঝোড়ো হাওয়ার সঙ্গে নামল বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি পেয়েছে কলকাতাও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর জেরেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। শুক্রবার নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে সরবে বলে পূর্বাভাস।
কোচবিহারে সকাল থেকে দুপুর অবধি টানা বৃষ্টি হয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরেও সন্ধের দিকে বৃষ্টি নামে। কৃষি দপ্তরের মতে, এই বৃষ্টিতে উপকৃত হবেন বোরো ধান ও গ্রীষ্মকালীন সবজি চাষিরা।
বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রাজ্যবাসীর মধ্যে।