প্রথম পাতা খবর চেতলায় মদ্যপানের আসরে খুন, ২৪ ঘণ্টার মধ্যেই থানার ওসি বদল

চেতলায় মদ্যপানের আসরে খুন, ২৪ ঘণ্টার মধ্যেই থানার ওসি বদল

21 views
A+A-
Reset

চেতলায় মদ্যপানের আসরে খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা। শনিবার রাতের ভয়াবহ ঘটনাটির পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বদল হল থানার ওসি।

এত দিন চেতলা থানার দায়িত্বে ছিলেন সুখেন্দু মুখোপাধ্যায়। রবিবার তাঁকে সরিয়ে চেতলার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভ সরখেলকে, যিনি এতদিন আলিপুর থানার অতিরিক্ত ওসি পদে নিযুক্ত ছিলেন।

 কী ঘটেছিল

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডের ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে।

জানা গিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ অশোক পাসোয়ান নামে এক ব্যক্তি কয়েকজনের সঙ্গে বসে মদ্যপান করছিলেন। হঠাৎ তাঁদের মধ্যে বচসা বাঁধে, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ, সংঘর্ষের মধ্যে এক ব্যক্তি আচমকা অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেন।
রক্তাক্ত অবস্থায় অশোক প্রায় ১০০ মিটার দৌড়োন, তারপর রাস্তার ওপর লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 এলাকায় উত্তেজনা

রবিবার সকাল থেকে চেতলার ৮২ নম্বর ওয়ার্ডে চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ — “১৭ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় প্রতিদিনই মদের আসর বসে। ঝামেলাও হয় প্রায়ই। পুলিশ জানলেও ব্যবস্থা নেয় না।”

এই অভিযোগের পরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশি তদন্ত ও পদক্ষেপ

ঘটনার পর চেতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে আটক করেছে।
তবে তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

তদন্তকারীরা স্থানীয়দের ও মৃতের পরিবারের সঙ্গে কথা বলছেন ঘটনার প্রকৃত কারণ জানার জন্য।
এরই মধ্যে থানার নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে — যা তদন্তের গতি ও প্রশাসনিক দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.