দক্ষিণবঙ্গে শীতের ছন্দে সাময়িক বিরতি। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূবালি হাওয়ার প্রভাবে এই পরিবর্তন। আগামী কয়েকদিন এই আবহাওয়াই বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই হতাশ শীতবিলাসীরা।
আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমি শীতল হাওয়ার প্রবাহ কমবে এবং তার জায়গায় সক্রিয় হবে পূবালি বাতাস। সেই টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পও ঢুকতে শুরু করেছে। এর জেরেই সোমবার থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ছে।
তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে এবং ভোরে শীতের অনুভব বজায় থাকবে। এবছর শহরে শীত আগেভাগেই প্রবেশ করেছিল, ফলে কলকাতার আবহাওয়া গত কয়েকদিন ধরেই ছিল মনোরম। তবে পুবালি হাওয়ার দাপটে সেই ছন্দ সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
মঙ্গলবারের মধ্যে কলকাতায় রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। পাশাপাশি বাড়বে কুয়াশা। জেলার দিকে সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমবে, আর দুপুরে তাপমাত্রা বাড়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই।
উত্তরবঙ্গেও পারদ ঊর্ধ্বমুখী। সেখানেও কুয়াশার দাপট বাড়বে। পাহাড়ি এলাকায় সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ায় মন খারাপ শীতপ্রেমীদের। ঠিক শীতের আমেজ গায়ে মাখতে শুরু করতেই আবহাওয়ার পালাবদল। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তে ফের তাপমাত্রা নামতে পারে। ফলে আবারও বঙ্গে ফিরতে পারে শীতের দাপট।