প্রথম পাতা খবর রদবদলের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রমেশ পোখরিয়াল, দেবশ্রী চৌধুরী, সন্তোষ গাংওয়ারের

রদবদলের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রমেশ পোখরিয়াল, দেবশ্রী চৌধুরী, সন্তোষ গাংওয়ারের

300 views
A+A-
Reset

ডেস্ক: মোদীর মন্ত্রিসভার রদবদলের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। এছাড়া, মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার। মোদীর মন্ত্রিসভায় এখন ৫৩ জন মন্ত্রী রয়েছেন। সর্বোচ্চ ৮১ জনকে মন্তিত্ব দিতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ২৮ জন নতুন মন্ত্রী হতে পারেন।


২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে মন্ত্রিসভায় বড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক নতুন মুখের আগমন ঘটতে চলেছে মোদীর নতুন মন্ত্রিসভায়। এই নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে জরুরি বৈঠক। সেখানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দফায় দফায় একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ, মমতাকে ৫ লক্ষ টাকার জরিমানা


সূত্রের খবর, একাধিক মন্ত্রীর মন্ত্রক বদলাতে পারে। সব মিলিয়ে এ দিন শপথ নেবেন ৪৩ জন। কার ভাগ্যে মন্ত্রিত্ব জুটবে, আর কাকে মন্ত্রিত্ব হারাতে হবে তা জানা যাবে সন্ধে ৬ টায়। তবে মন্ত্রিত্ব পেতে ইতিমধ্যেই দিল্লির দরবারে পৌঁছেছেন একাধিক রাজ্যের সাংসদ-নেতারা। বাংলা থেকে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, সুরিন্দর সিং আলুহালিয়া, জগন্নাথ সরকার ও দীনেশ ত্রিবেদী। এর মধ্যে নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আরও জানা গিয়েছে, এবারের মন্ত্রিসভায় মহিলাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো হবে। এছাড়া, এমবিএ ডিগ্রি থাকা তরুণ নেতাদের অন্তর্ভুক্ত করা হবে বলেও শোনা যাচ্ছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.