প্রথম পাতা খবর খাস কলকাতায় পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো আইপিএস, গ্রেফতার রক্ষী ও চালক

খাস কলকাতায় পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো আইপিএস, গ্রেফতার রক্ষী ও চালক

311 views
A+A-
Reset

ডেস্ক: খাস কলকাতায় পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো আইপিএস। ধৃতের নাম রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই। বাজেয়াপ্ত নীলবাতি লাগানো গাড়ি। গ্রেফতার ধৃতের নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকও। 


পুলিশ সূত্রে খবর, আইপিএস অফিসার পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াত ধৃত ব্যক্তি। বিভিন্ন মানুষজনকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত। হুমকি দিয়ে টাকা নিত বলে অভিযোগ। পুলিশের কাছে তার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাইকে এবং আরও দু’‌জনকে গ্রেফতার করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওঁত পেতে থাকে। রাজর্ষিকে তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়িচালক-সহ গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা টুইট করে ভুয়ো আইপিএসের গ্রেফতারির কথা জানিয়েছেন। তবে কোথা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী সমস্ত শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা”, বিমান বসুর মন্তব্যে টিএসির সঙ্গে জোটের জল্পনা


মিমি চক্রবর্তীর তৎপরতায় প্রকাশ্যে আসে ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেবের কীর্তি। এরপর থেকেই একের পর এক ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা রাজ্যজুড়ে প্রকাশ্যে আসছে। সেজন্যই সম্প্রতি গাড়িতে বাতি লাগানো নিয়ে নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর। শুরু হয়েছে চেকিং, ধরপাকড়। তারপরও বুক ফুলিয়ে শহরে ভুয়ো আইপিএসের ঘুরে বেড়ানোয় কপালে ভাঁজ ফেলেছে পুলিশ কর্তাদের। ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো আইনজীবী, ভুয়ো মানবাধিকার কর্মী, এমনকী ভুয়ো সাংবাদিকও ধরা পড়েছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.