প্রথম পাতা খবর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভ্যাকসিন ও বাংলার নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কথা হয়েছে, বললেন মমতা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভ্যাকসিন ও বাংলার নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কথা হয়েছে, বললেন মমতা

317 views
A+A-
Reset

ডেস্ক: মঙ্গলবার ৪ টে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোককল্যাণ মার্গে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট ৩০-এর বৈঠক করেন। এদিন মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কোভিড টিকাকরণ ও বাংলার নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।কলাইকুন্ডায় ওনার সঙ্গে দেখা হয়নি। বাংলার নাম বদল নিয়েও জানিয়েছি।’


এদিন বৈঠকির পর সাংবাদিকদের মুখোমুখী হয়ে মমতা বললেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম। বাংলার ভোটে জনতার আশীর্বাদ পেয়েছি। তার পর থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় পাইনি। আর কলাইকুণ্ডায় একান্ত বৈঠকের সুযোগ ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নির্বাচনের পর সাংবিধানিক রীতি মেনে দেখা করতে হয়। এটা সৌজন্য বৈঠক।  দু’বছর পর দিল্লিতে এলাম। সেইসঙ্গে করোনার বিষয়ে আলোচনা করেছি। বাড়তি করোনা টিকা, ওষুধ চেয়েছিল। যা ভ্যাকসিন পাওয়া গিয়েছে তার থেকে আমাদের চাহিদা আরেকটু বেশি। প্রত্যেক রাজ্যই পাক, তাতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপাতে কম ভ্যাকসিন এসেছে।”

আরও পড়ুন: “সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী সমস্ত শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা”, বিমান বসুর মন্তব্যে টিএসির সঙ্গে জোটের জল্পনা


তিনি বলেন, ‘বাংলার প্রকল্পগুলি নিয়েও কথা হয়েছে। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে কথা হয়েছে। অনেকদিন ধরে পড়ে আছে। অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছি। প্রধানমন্ত্রী তাঁর সমস্ত আবেদন শুনেছেন বলেই এ দিন দাবি করেন মুখ্যমন্ত্রী।” যদিও এই নিয়ে পালটা বঙ্গ বিজেপির পক্ষ থেকে শমীক ভট্টাচার্য প্রতিক্রিয়া দিয়ে জানান, “আমরা চিরকালই পশ্চিমবঙ্গের নাম বদলের বিরুদ্ধে। দলগতভাবে বিজেপি কখনই পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টি সমর্থন করে না।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.