প্রথম পাতা খবর করোনা বিধিমেনে ভবানীপুর বিধানসভা উপনির্বাচিনে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা বিধিমেনে ভবানীপুর বিধানসভা উপনির্বাচিনে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

249 views
A+A-
Reset

ডেস্ক: করোনা বিধিমেনে শুক্রবার দুপুরে ভবানীপুর বিধানসভা উপনির্বাচিনে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী, মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রয়োজক নিসপাল সিং রানেও। নিসপাল হয়েছেন মমতার প্রস্তাবক।


বেলা ২টো নাগাদ ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে সার্ভে বিল্ডিং পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড প্রটোকল মেনেই তাঁর সঙ্গে ছিলনা বড়ো কোনো জমায়েত। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেন ববি হাকিমের স্ত্রী এবং নিসপাল সিং। সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পৌঁছে যান মহারাষ্ট্র নিবাস হলে। প্রতি বছরের মতো এই বছরও সেখানে গণেশ পুজোয় অংশ নেন তিনি।

আরও পড়ুন: ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী Priyanaka Tiberwal


মনোনয়ন জমা দিতে গিয়ে মমতা নিজেই নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিসপাল সিং রানের পরিচয় করিয়ে দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে৷ ভবানীপুরেই থাকে৷’ নিসপাল ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা বলেই তাঁকে প্রস্তাবক হিসেবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাছাড়া ভবানীপুরে বিপুল সংখ্যক অবাঙালি এবং শিখ সম্প্রদায়ের মানুষ বাস করেন৷ ফলে এই ভোটারদের বার্তা দিতেও নিসপাল সিং রানেকে প্রস্তাবক করেন মুখ্যমন্ত্রী৷ভবানীপুরে ভাল সংখ্যক গুজরাতি ভোট রয়েছে৷ সেকথা মাথায় রেখে ভবানীপুর এডুকেশন সোসাইটির প্রধান মীরজ শাহকে সঙ্গে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.