পঙ্কজ চট্টোপাধ্যায়
তাঁর কথা বলে শেষ করা যায় না। তাই আমরা আমাদের মননে, চিন্তনে যত ভাবি তাঁর কথা, ততই আমাদের অন্তর বিনম্রতায় ভরে ওঠে এক অনির্বচনীয় অনুভূতিতে। তিনি হলেন আমার সার্বজনীন “মা”, শ্রীশ্রীমা সারদা।
উনবিংশ শতাব্দীর প্রথমেই পাশ্চাত্যে যে নবজাগরণ (রেনেসাঁস) অর্থনৈতিক সাম্য এবং সমমর্যাদার হাত ধরে এসেছিল, তার প্রভাব পড়েছিল আমাদের দেশ ভারতবর্ষেও।
ইতিহাসকে সঠিকভাবে বিশ্লেষণ করলে আমরা জানতে পারব, যে পাশ্চাত্যের নবজাগরণ, মানুষকে, মানে নর-কে নরোত্তমের মর্যাদায়, সম্মানে তুলেছিল। আর শ্রীরামকৃষ্ণ তাকে “নারায়ন”-এর সুউচ্চতায় উন্নীত করেছিলেন। তাঁর অকাট্য যুক্তিতে –” মাটির প্রতিমায় দেবতার পুজো হয়, আর মানুষে হয়না। মানুষ যে চলন্ত, জীবন্ত বিগ্রহ।”
তামাম বিশ্বে এ এক নতুন দৃষ্টিদান। আমরা সেই নতুন দৃষ্টিভঙ্গীতে শ্রীশ্রী মা সারদা এই মর্মকথাকেই তাঁর জীবন, বাণী এবং কর্ম দিয়ে তিনি পালন এবং পরিচালনা করে গেছেন।