Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নারী দিবসের অঙ্গীকার - NewsOnly24

নারী দিবসের অঙ্গীকার

পঙ্কজ চট্টোপাধ্যায়

৮ ই মার্চ, বিশ্ব নারী দিবস। সারা বিশ্বের সব দেশেই আজ এই দিবসটি সসম্মানে পালিত হয়।কারণ,আমাদের সমাজে নারীই হলেন প্রাণ কেন্দ্র।

নারী—কখনো স্নেহময়ী মা হিসাবে,কখনো দিদি-বোন হিসাবে,কখনো আমাদের ঘরের স্ত্রী হিসাবে,কখনো কন্যা হিসাবে,কখনো সহকর্মী হিসাবে বিরাজিতা থাকেন সমাজের সব জায়গাতে।

এতৎ সত্ত্বেও অনেক ক্ষেত্রে সেই বিভিন্ন রূপে থাকা নারীরা অবহেলিত হন,বঞ্চিত হন,শোষিত হন,লাঞ্চিত হন,অপমানিত হন—যা কোন মতেই কাঙ্খিত নয়।পুরুষের যেমন স্বাধীনতা সবক্ষেত্রে জারি থাকে,ঠিক তেমনই নারীরাও তাদের মনের,জীবনের,ইচ্ছা-অনিচ্ছার ক্ষেত্রে স্বাধীনতার অধিকারী, এই সহজ সরল সত্য কথাটি আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে।যদিও আজও অনেক সময়েই অনেক ক্ষেত্রে তা লঙ্ঘিত হয়। নারীকে শুধুমাত্র পুরুষের ইচ্ছাধীন থাকতে হয়।নারীর প্রতি ভোগের দৃষ্টিভঙ্গী ঘরে বাইরে পরিলক্ষিত হয়।যা এই সমাজের ক্ষেত্রে এক কলঙ্কিত  অভিব্যক্তি। নারী পুরুষের কোনও ক্ষেত্রেই অসাম্যতা আজকের যুগে মেনে নেওয়া উচিৎ নয়।

এই নারী দিবসে নারীদের প্রতি শুধু এই দিনে নয়,সারাজীবন, সারা ক্ষণ,প্রতিদিনই যাতে তাদের যোগ্য সম্মান প্রদিত হয় সেটাই হোক আজকের দিনের অঙ্গীকার। আমাদের সকল মা,বোন,ঘরনী,কন্যারা তাদের স্বাধীন, সম্মানিত সত্তা নিয়ে এগিয়ে যান জীবনে এই প্রার্থনা রইল আজকের নারী দিবসের উদযাপনের মুহূর্তে।

আরও পড়ুন: নারী তুমি অর্ধেক আকাশ

Related posts

বেলুড় মঠে সাধু-সন্ন্যাসীদের তিনিই প্রথম ‘মহারাজ’ সম্বোধন ছিলেন, স্বামীজির সঙ্গী স্বামী সদানন্দের বিস্মৃত কাহিনি

আত্মসমীক্ষা এবং শতবর্ষে ‘রক্তকরবী’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস