Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নাচ, গান ও গল্পের বুননে নতুন ভাবনার নাটক 'অভিসারের অভিশাপ' - NewsOnly24

নাচ, গান ও গল্পের বুননে নতুন ভাবনার নাটক ‘অভিসারের অভিশাপ’

সাধনা দাস বসু : SMPAI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপের প্রযোজনায় মঞ্চস্থ হল ‘অভিসারের অভিশাপ’। অভিনেতা সম্রাট মুখার্জির পরিচালনায় মঙ্গলবার জ্ঞানমঞ্চে পরিবেশিত হয় নাচ, গান ও গল্পের বুননে নতুন ভাবনার এই নাটক।

‘অভিসারের অভিশাপ’ নাটকের গল্প লিখেছেন সম্রাট মুখার্জি নিজেই। নাটকে ভৌতিক রহস্য রোমাঞ্চের মোড়কে তুলে ধরা হয়েছে সমসাময়িক সামাজিক বিষয়ও।

[অভিনেতা ও পরিচালক সম্রাট মুখার্জি]

SMPAI-এর শিক্ষার্থীদের নিয়ে মঞ্চস্থ এই নাটকের মধ্য দিয়ে সম্রাট দেখিয়ে দিয়েছেন নতুন ছেলে-মেয়েদের দিয়ে কী ভাবে বাণিজ্যিক নাটক করা যায়। একবারের জন্যও মনে হয়নি কলাকুশলীরা এই প্রথম মঞ্চে অভিনয় করছেন।

মঞ্চপরিকল্পনা , আলো , আবহ সঙ্গীত , পোশাক পরিকল্পনা যথাযথ। নাটক চলাকালীন মুহুর্মুহু করতালিই প্রমাণ করে ‘অভিসারের অভিশাপ’ দর্শকদের মনে দাগ কেটেছে।

[নাচ, গান ও গল্পের বুননে নতুন ভাবনা]

অভিনেতা ও পরিচালক সম্রাট বলেন, “সাধরণ নাটকের থেকে আমাদের এই নাটক একটু আলাদা। কারণ, নাচ-গানকে একই সঙ্গে ন্যারেটিভের মধ্যে ঢোকানো হয়। যেহেতু আমাদের প্রতিষ্ঠানে নাচ, গান, অভিনয়, মডেলিংয় সব কিছুই শেখানো হয়, তাই নাটক উপস্থানের সময় আমরা সমস্ত উপকরণকেই অন্তর্ভুক্ত করছি। সবমিলিয়ে একটা সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স পান দর্শক”।

Related posts

হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা

অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা

আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়