166
কলকাতা: প্রয়াত বাংলা চলচ্চিত্র ও দূরদর্শনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব দেবরাজ রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সল্টলেকের আইএলএস হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আগামীকাল, ১৮ অক্টোবর, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত তাঁর মরদেহ সল্টলেকের বাসভবনে রাখা হয়েছে।
দেবরাজ রায় বাংলা চলচ্চিত্র জগতে এক গুরুত্বপূর্ণ নাম। ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বী দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর মৃণাল সেনের কলকাতা ৭১ ছবিতে তিনি নজর কাড়েন।
এরপর তিনি তরুণ মজুমদার, তপন সিংহ, বিভূতি লাহা প্রমুখ বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। শুধুমাত্র চলচ্চিত্রেই নয়, তিনি দূরদর্শনে সংবাদ পাঠক হিসেবেও কাজ করেছেন এবং বহু শ্রুতি নাটকে কণ্ঠ দিয়েছেন।