রণবীর নন আয়ুষ্মান! সৌরভের বায়োপিক নিয়ে নতুন জল্পনা

সত্যিই কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তিনি অভিনয় করবেন না রণবীর কপূর? তা হলে সৌরভের ভূমিকায় অভিনয় করবেন কে?‌ আলোচনায় উঠে আসছে আয়ুষ্মান খুরানার নাম।

কিছুদিন আগে নিজের ছবির প্রোমোশনে কলকাতায় এসেছিলেন রণবীর। ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছিলেন। সেই সময় রণবীর কিন্তু জানিয়েছিলেন সৌরভের বায়োপিকে তিনি অভিনয় করবেন না। তাঁর সময়ের অভাব রয়েছে।

এর পরই সৌরভের বায়োপিকে মুখ্যভূমিকায় অভিনয়ের জন্য উঠে আসছে আয়ুষ্মান খুরানার নাম। একটি মহলের মতে, আয়ুষ্মান খুরানা বাঁহাতে ব্যাট করেন। ফলে রণবীরের তুলনায় আয়ুষ্মান খুরানারই সৌরভের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যদিও এই ব্যাপারে প্রযোজক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

সূত্রের খবর, এমনিতে রণবীরের অভিনয় করার ব্যাপারে যে কথা উঠেছে তা একেবারেই গুজব। তবে ছবিটি নিয়ে সৌরভ-রণবীরের কথা হয়েছিল। এখন দেখার, শেষ পর্যন্ত সৌরভের চরিত্রে কাকে দেখা যায়, রণবীর কাপুরকে অথবা আয়ুষ্মান খুরানা না কি অন্য কোনো অভিনেতাকে!

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল