দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’-এ দু কোটি টাকা দান করলেন বিগ-বি

কলকাতা: দেশের করোনার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। করোনা মোকাবিলায় এগিয়ে এলেন বিগ-বি। দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’-এ দু কোটি টাকা দান করলেন । সোশ্যাল মিডিয়ায় এখবর জানিয়েছেন রাজধানীর শিখ গুরুদ্বারা ব্যবস্থাপক সমিতির সভাপতি মনজিন্দর সিং সিরসা। অমিতাভ অক্সিজেন সিলিন্ডারেরও ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন সিরসা।


মনজিন্দার আগেই জানিয়েছিলেন, সোমবার থেকে ৩০০ শয্যা বিশিষ্ট একটি সেন্টার চালু হতে চলেছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে করোনা রোগীর চিকিৎসা হবে। ঠিক এই সময়ে অমিতাভের ২ কোটি টাকা দানে কৃতজ্ঞ অকালি দলের জাতীয় মুখপাত্র। মনজিন্দর তাঁর টুইটে আরও জানিয়েছেন,  বিগ বি শিখদের এই অবদানে খুবই গর্বিত। অমিতাভ বলেছেন, ‘শিখেরা কিংবদন্তি। তাঁদের এই সেবামূলক কাজকে কুর্নিশ জানাই।’ 


অন্যদিকে, ভ্যাকসিনের প্রয়োজনীয়তা ও করোনা পরিস্থিতি আলোচনার উদ্দেশ্যে গ্লোবাল সিটিজেন ভ্যাক্স লাইফের কনসার্টের আয়োজন করা হয়েছিল। এই কনসার্টে ভারতীয়দের মধ্যে যোগদান করেছিলেন বলিউডের বর্ষীয়ান তারকা অমিতাভ বচ্চন। এই অনুষ্ঠানে নিজের বার্তায় অমিতাভ বচ্চন বলেছেন, ‘আমার দেশ এভারতবর্ষ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে। বিশ্বের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি সকলকে আবেদন করছি আপনারা সরকারের সঙ্গে কথা বলুন। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গেও কথা বলুন। তাঁরা প্রত্যেকেই যেন সাহায্যের জন্য এগিয়ে আছে। কঠিন এই সময়ে সকলের সাহায্যেই খুব গুরুত্বপূর্ণ।


নিজের টুইটারে অমিতাভ একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন। গোটা বিশ্বকে ভারতের পাশে দাঁড়ানোর আবেদন জানান বর্ষীয়ান অভিনেতা। ভিডিয়োতে তিনি বলেন, ‘ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে। সেই লড়াই অনেকটাই সহজ হবে যদি বিশ্বের নানা প্রান্ত থেকে জরুরি ওষুধপত্র আমাদের দেশে এসে পৌঁছোয়।’

Related posts

‘গানের ভিতর দিয়ে’ তৃতীয় বর্ষের প্রতিযোগিতা

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা