596
কলকাতা : তাঁকে পদ্মশ্রী ঘোষণার দু’দিনের মাথায় অসুস্থ হলেন প্রবীণ কার্টুনশিল্পী নারায়ণ দেবনাথ। বুধবার শারীরিক অসুস্থতার খবর পাওয়া গিয়েছে।
এ দিন সকালেই শিল্পীর করোনা পরীক্ষা করানো হয়। স্বাস্থকর্মীরা তাঁর বাড়িতে গিয়ে সোয়াব স্যাম্পেল সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার রিপোর্ট আসবে বলে জানা গিয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই শিল্পীর পরিবারের সদস্যরা ঠিক করবেন তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে কি না।
ঠান্ডা লাগার কারণে বুকে কফ বসেছে নারায়ণ দেবনাথের।
তাঁর বয়স এখন ৯৭ বছর। বার্ধক্যের কারণে ইতিমধ্যেই শরীরে নানা রোগ বাসা বেধেছে। দৃষ্টিশক্তিও ক্ষীণ। তাই শরীরিক অসুস্থতা নিয়ে চিন্তার কারণ থকেই যাচ্ছে।