নিজস্ব প্রতিনিধি : রাজ্যের সমস্ত পুরকর্মীদের বিনামূল্যে কোভিড টিকা দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে একথা জানান।
এ দিন তিনি নবান্নে ‘দুয়ারে সরকার ‘ এবং ‘পাড়ায় পাড়ায় সমাধান ‘ কর্মসূচির বর্তমান অবস্থা পর্যালোচনা করতে রাজ্যের সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন । সেখানেই তিনি জানান, পুর কর্মীদের টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই লিখিতভাবে সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ।
মুখ্যমন্ত্রী আজ ‘চোখের আলো ‘প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান নামে দুটি বইও প্রকাশ করেন তিনি।
রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী দুয়ারে সরকার কর্মসূচিতে ১ কোটি ৩০ লক্ষের বেশি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে এই কর্মসূচির মেয়াদ পঞ্চমবারের মতো বাড়ানো হয়েছে।