360 ডেস্ক : জিৎ-এর পর এবার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেই জানালেন সে কথা। রাজ আপাতত ব্যারাকপুরে রয়েছেন নির্বাচনের জন্য। শুভশ্রীর পোস্ট থেকেই জানা যাচ্ছে, তাঁদের ৬ মাসের পুত্র-সন্তান ইউভান সুস্থ রয়েছে। শুভশ্রীর থেকে দূরে রাখা হয়েছে তাঁকে।হোম কোয়ারেন্টাইনে রয়েছেন শুভশ্রী। চিকিৎসকের পরামর্শ মতো চলছেন তিনি। পড়তে পারেন হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় pic.twitter.com/cia5xBG5xE— Subhashree Ganguly (@subhashreesotwe) April 20, 2021 ভক্তদের অভিনেত্রী অনুরোধ জানিয়েছেন দূরত্ব বজায় রেখে চলতে।সব সময় মুখে মাস্ক ব্যবহার করতে এবং হাত ভালো করে স্যানিটাইজ করার জন্যে।দিনে দিনে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে,তাতে প্রত্যেকের এখন উচিত করোনাবিধি মেতে চলে সর্তক হওয়া।