ডেস্ক : বলিউডের পাশাপাশি টলিউডে ও ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকারা। মঙ্গলবার করোনা আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ। করোনা হওয়ার খবরটি ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন অভিনেতা।
জিৎ জানিয়েছেন,তাঁর রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।গত কয়েকদিন অভিনেতার সংস্পর্শে যারা এসেছেন,তাঁদের কভিড টেস্ট করানোর আবেদন ও জানিয়েছেন জিৎ।
করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও সংক্রমণ ছড়ানোয় চিন্তিত ভক্তরা। জিৎ ভক্তদের আশ্বাস দিয়ে জানিয়েছেন,সবাই যেন নিজের খেয়াল রাখেন। খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন।
নববর্ষে মুক্তি পেয়েছে অংশুমান প্রত্যুষের ছবি ‘বাজি’র গান ‘আয় না কাছেতে’ । ছবিতে প্রথমবার জিতের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই দর্শকরা যে পছন্দ করেছেন এই গান,তা বোঝা যাচ্ছে লাইকের সংখ্যা দেখেই। যদিও করোনা পরিস্থিতিতে ছবি মুক্তি পিছিয়ে গিয়েছে।
আরও পড়ুন : করোনার জের, বাতিল হল আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষা