106
ডেস্ক : করোনা ছুঁয়ে ফেলল গান্ধী পরিবারকেও। কোভিড ১৯ আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এ খবর জানিয়েছেন।
কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি টুইটারে লেখেন, ‘‘ হালকা উপসর্গ দেখার পর আমি নমুনা পরীক্ষা করাই, তার রিপোর্ট পজিটিভ এসেছে।’’ তিনিও অন্যদের অনুরোধ করে জানিয়েছেন, যাঁরা সম্প্রতি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের অনুরোধ দয়া করে সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।’’
মৃদু উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে তিনি বাড়িতেই রয়েছেন।
গত সোমবারই কোভিড আক্রান্ত হন কংগ্রেস নেতা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারী জ্বর থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা টিকা নিয়েছিলেন।
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেথে রাজ্যে তাঁর ভোট প্রচার বাতিল করে দেন রাহল।