এবার করোনা আক্রান্ত হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

ডেস্ক : জিৎ-এর পর এবার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেই জানালেন সে কথা।

রাজ আপাতত ব্যারাকপুরে রয়েছেন নির্বাচনের জন্য। শুভশ্রীর পোস্ট থেকেই জানা যাচ্ছে, তাঁদের ৬ মাসের পুত্র-সন্তান ইউভান সুস্থ রয়েছে।

শুভশ্রীর থেকে দূরে রাখা হয়েছে তাঁকে।হোম কোয়ারেন্টাইনে রয়েছেন শুভশ্রী। চিকিৎসকের পরামর্শ মতো চলছেন তিনি।

ভক্তদের অভিনেত্রী অনুরোধ জানিয়েছেন দূরত্ব বজায় রেখে চলতে।সব সময় মুখে মাস্ক ব্যবহার করতে এবং হাত ভালো করে স্যানিটাইজ করার জন্যে।দিনে দিনে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে,তাতে প্রত্যেকের এখন উচিত করোনাবিধি মেতে চলে সর্তক হওয়া।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল