করোনা আক্রান্ত দীপিকা পাডুকোন! বাবা প্রকাশ পাডুকোন হাসপাতালে ভর্তি

ডেস্ক: করোনা আক্রান্ত দীপিকা পাডুকোন। আজই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। কেবল দীপিকা নন, করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার।


বাবা প্রকাশ পাডুকোন কোভিড আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন হাসপাতালে। কিছুটা স্থিতিশীল প্রকাশ পাডুকোনও। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা যায়, দীপিকার মা উজালা এবং বোন অনীশাও করোনা আক্রান্ত। প্রকাশ পাড়ুকোনের জ্বর কিছুতেই না কমায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, অন্যদিকে অনীশা এবং উজালার চিকিৎসা বাড়িতেই হচ্ছে বলে জানা গিয়েছে।

বেঙ্গালুরুর অপর প্রখ্যাত ব্যাডমিন্টন কোচ বিমল কুমার। পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমির ডিরেক্টর। বিমল কুমার জানিয়েছেন, ‘দিন দশেক আগে একাধিক উপসর্গ থাকায় প্রকাশ, তাঁর স্ত্রী ও ছোট মেয়ে টেস্ট করান। তিনজনেরই রেজাল্ট পজিটিভ আসে। তারপর থেকে তারা আইসোলেশনে ছিলেন। কিন্তু প্রকাশের জ্বর না কমায় তাঁকে গত শনিবার হাসপাতালে ভর্তি করতে হয়। এই মুহূর্তে ও অনেকটাই ঠিক আছে। 


গত মাসেই বলি সেলেবরা যখন একে একে মুম্বই ছাড়ছিলেন, দীপিকা এবং রণবীর গিয়েছিলেন বেঙ্গালুরু, দীপিকার বাপের বাড়ি। একসঙ্গেই ছিলেন তাঁরা। সূত্রের খবর, করোনা আক্রান্ত দীপিকা এই মুহূর্তে বেঙ্গালুরুতেই আছেন। যদিও রণবীর সিংয়ের শারীরিক অবস্থার আপডেট এখনও জানা যায়নি।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল