Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অতিমারির জেরে কাজ হারিয়ে বেকার যুবকের জীবনযুদ্ধের কাহিনি শোনাবে পরিচালক সৌভিক মন্ডলের 'সর্ষেফুল' - NewsOnly24

অতিমারির জেরে কাজ হারিয়ে বেকার যুবকের জীবনযুদ্ধের কাহিনি শোনাবে পরিচালক সৌভিক মন্ডলের ‘সর্ষেফুল’

সাধনা দাস বসু : অতিমারি জেরে আজ আমরা একে অপরের থেকে দূরে, তৈরি করেছে নানা সামাজিক সমস্যা। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল বেকারত্ব। চাকরি হারিয়ে , চাকরি না পেয়ে হতাশা ঘিরে ধরেছে মানুষকে। এই রকমই এক বেকার যুবকের জীবনযুদ্ধের কাহিনি নিয়ে পরিচালক সৌভিক মন্ডলের পূর্ণ দৈর্ঘ্যের ওয়েব ছবি ‘সর্ষেফুল’। মধ্যবিত্তের উচ্চাকাঙ্ক্ষা , স্বপ্ন , আর বাস্তবের মধ্যে ফারাক — এই হল সর্ষেফুল ছবির মূল উপজীব্য।

ছবির প্রধান চরিত্র সুমন , শত চেষ্টা করেও চাকরি না পেয়ে হতাশ। প্রায় রোজ কাগজ দেখে আবেদন করা , ইন্টারভিউ দেওয়া , তারপর যথারীতি অসফল হয়ে বাড়ি ফেরা – এই হলো সুমনের দমবন্ধ করা জীবনের গল্প। এরই মধ্যে ইন্দ্রানীর ভালোবাসা তার কাছে এক ঝলক টাটকা বাতাস। গোটা পরিবারের সঙ্গে ইন্দ্রাণীও এখন তাকিয়ে আছে সুমনের চাকরি পাওয়ার দিকে।

আরও পড়ুন: ‘মা আমার চালিকাশক্তি’, মাতৃবিয়োগে ভেঙে পড়লেন অক্ষয়

অভাবের সঙ্গে ঘর করলেও সুমনের দুচোখে স্বপ্ন। হঠাৎ একদিন দেখা গেল সে যা স্বপ্ন দেখছে , সেটাই সত্যি হতে চলেছে। খুব তাড়াতাড়ি বদলে যেতে থাকে চারপাশের পরিবেশ। এই ভাবেই এগোতে থাকে গল্প। কিন্তু আদৌ কি সুমনের দেখা স্বপ্ন সফল হবে ? সুমন কি চলার পথে ইন্দ্রানীকে সাথে পাবে ? নাকি দিনের বেলায় জেগে দেখা স্বপ্নের মতো সবই ফাঁকা। চোখে সর্ষেফুল দেখার মতো।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোমরাজ মাইতি , পৃথা সেনগুপ্ত , কৌশিক চট্টোপাধ্যায় , রুমকি চট্টোপাধ্যায় , রানা বসু ঠাকুর প্রমুখ। চিত্রগ্রহণে জয়দীপ দে। সম্পাদনায় স্বর্ণাভ চক্রবর্তী। আবহ ও সঙ্গীত শুভদীপ গুহ। ধ্বনি মিশ্রণে সৌম্য চট্টোপাধ্যায়। Roll Camera Action Production House – এর প্রযোজনায় এবং সৌরভ সান্যাল ও অভিনন্দন দত্তের নিবেদনে তৈরি ‘ সর্ষেফুল ‘ আকাশ আট চ্যানেলের নতুন ওটিটি প্ল্যাটফর্ম , ‘Platform 8’ এ পুজোর সময় মুক্তি পেতে চলেছে।

Related posts

হঠাৎ অসুস্থ গোবিন্দা! রাতে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, স্থিতিশীল অবস্থায় বলিউড অভিনেতা

অসুস্থতার পর ছাড়া পেলেন ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসা

আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ! কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়