শেষ হলো ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কলকাতা : ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হলো । ইরানের ছবি ‘বান্দার ব্যান্ড’ এবার উৎসবের সেরা ছবি হিসেবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেয়েছে।

কিরগিজস্তানের ছবি ‘ শামবালা ‘ র পরিচালক আর্টিকপাই সুইনদোকোভ সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন । ইউক্রেনের ছবি ‘ব্লাইন্ড ফোল্ড’ জুরিদের বিচারে সেরা ছবি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের ছবি ‘নোনাজলের কাব্য ‘ এশিয়ার সেরা ছবি হিসেবে নেটপ্যাক পুরস্কার পেয়েছে।

‘দ্য ফলস আই’ সেরা ভারতীয় ছবি হিসেবে ও ‘গড অন দ্য ব্যালকনি’ র পরিচালক বিশ্বজিৎ বোরা সেরা পরিচালক হিসেবে হীরালাল সেন স্মারক পুরস্কার পেয়েছেন।

একতারা মুক্তমঞ্চে আজ সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোভিড আবহেই এবারে চলচ্চিত্র উৎসব আয়োজনের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা হয়েছে।

আরও পড়ুন : জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় ‘বাবা-ছেলে’র গল্প, অর্জুন-দিতিপ্রিয়ার ‘অভিযাত্রিক’

২৬ তম চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী কোভিডবিধি মেনে সিনেমা দেখার জন্য দর্শকদের ধন্যবাদ জানান । অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু সেন, সাংসদ নুসরত জাহান, পরিচালক গৌতম ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

উৎসবের সেরা ছবি বান্দার ব্যান্ড আজ সন্ধ্যায় নন্দন ১ এ আবার প্রদর্শিত হয়।

Related posts

‘গানের ভিতর দিয়ে’ তৃতীয় বর্ষের প্রতিযোগিতা

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা