টলিউডে অভিষেকের পথে হরনাথ চক্রবর্তীর ছেলে, নেপথ্যে জিৎ

২০০২ সালে হরনাথ চক্রবর্তীর ছবি ‘সাথী’তে অভিনয় করে টলিউডে পা রেখেছিলেন সুপারস্টার জিৎ। এবার সেই পরিচালকের পুত্র অর্থাৎ হরনাথ চক্রবর্তীর পুত্র হিন্দোল চক্রবর্তী টলিউডে।

পরিচালক হিসেবে তিনি ডেবিউ করতে চলেছেন জিতের হাত ধরে। জানা গিয়েছে, হিন্দলের প্রথম ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুপারস্টার জিৎ। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করতে পারেন টলিপাড়ার সুলতান।

স্টুডিও পাড়ায় বাবু নামেই সকলের কাছে পরিচিত হিন্দোল। বেশ কিছুদিন বাবা হরনাথ চক্রবর্তীর ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ ও করেছেন তিনি।অফিশিয়ালি কিছু এখনও ঘোষণা না হলেও কথাবার্তা অনেকটাই এগিয়েছে। চিত্রনাট্য লেখার কাজও চলছে জোরকদমে।

হিন্দোল জানিয়েছেন, এ বিষয়ে তিনি এখনই বেশি কিছু বলতে চান না। তবে সবকিছু যদি ঠিকমতো এগোয় তাহলে সুপারস্টার জিৎ কে অন্য রকম ভাবে দেখতে পাবেন অনুরাগীরা।

৩০ শে নভেম্বর নিজের জন্মদিনের লাইভে অনুরাগীদের কাছে ‘সাথী’ ছবির স্মৃতিতে মগ্ন হয়ে পড়েছিলেন জিৎ। কীভাবে সেই ছবি তাঁর জীবনের অভিন্ন অঙ্গ হয়ে উঠেছিল, সেই কথা জানিয়েছেন টলিপাড়ার বস। এবার হরনাথের সাথী ছবিটির মত হিন্দলের প্রথম ছবিটিও ইতিহাস সৃষ্টি করতে পারে কিনা,সেই দিকে চোখ রেখেছেন নেটিজেনরা।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল