প্রথম পাতা বিনোদন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: সচিন তেন্ডুলকর, অক্ষয় কুমার এবং রাজকুমার রাওরা ভোট দিলেন মুম্বইতে

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: সচিন তেন্ডুলকর, অক্ষয় কুমার এবং রাজকুমার রাওরা ভোট দিলেন মুম্বইতে

42 views
A+A-
Reset

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২০২৪ সালের ভোটগ্রহণে প্রথম দিকের ভোটারদের মধ্যে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং রাজকুমার রাও প্রমুখ। মুম্বইয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে এই সেলিব্রিটিরা সকালেই উপস্থিত হয়ে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।

সচিন তেন্ডুলকর তাঁর স্ত্রী অঞ্জলি এবং মেয়ে সারা-কে নিয়ে মুম্বাইয়ের একটি ভোটকেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পরে তারা গণমাধ্যমের সামনে তাঁদের আঙুলে কালির

সচিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের আইকন হিসেবে কাজ করছি। আমার বার্তা স্পষ্ট – ভোট দিতে আসুন। এটি আমাদের দায়িত্ব। আমি আশা করি, সবাই এই প্রচেষ্টাটি করবেন এবং ভোট দিতে এগিয়ে আসবেন। আমি সবাইকে অনুরোধ করছি ভোট দিতে।”

অভিনেতা অক্ষয় কুমারও ভোট দিয়ে তার আঙুলে কালির দাগ দেখান। ভোটকেন্দ্রের ব্যবস্থাপনাকে প্রশংসা করে অক্ষয় বলেন, “বয়স্কদের জন্য দারুণ ব্যবস্থা করা হয়েছে। পরিচ্ছন্নতাও বজায় রাখা হয়েছে। আমি চাই সবাই বেরিয়ে এসে তাঁদের ভোট দিন।”

রাজকুমার রাও মুম্বইয়ের জ্ঞান কেন্দ্র সেকেন্ডারি স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, “গণতন্ত্রে এটি আমাদের অধিকার। তাই ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার দায়িত্ব পালন করেছি। এবার আপনার পালা। দয়া করে ভোট দিন।”

অভিনেত্রী এবং পরিচালক পূজা ভাট তাঁর ভক্তদের ভোট দিতে আহ্বান জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মুম্বই, ভোট দিন। ব্যান্ড্রা, ভোট দিন। আপনার ভোট গুরুত্বপূর্ণ।”

এছাড়া পরিচালক কবির খান এবং জোয়া আখতার, অভিনেতা আলি ফজল, এবং পরিচালক ও অভিনেতা ফারহান আখতারও সকালে ভোট দিয়ে তাঁদের দায়িত্ব পালন করেন।

মহারাষ্ট্রের একদফা ভোটগ্রহণ আজ সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মোট ২৮৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে।

এই নির্বাচনে ৪,১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাঁদের মধ্যে ২,০৮৬ জন নির্দল প্রার্থী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.