‘একদিন গর্ব করার মতো কাজ করবেন’, এনসিবি কর্তাকে কথা দিলেন আরিয়ান

ডেস্ক: মাদক কাণ্ডে জামিন পাননি আরিয়ান খান। জেলে বছর ২৩-এর শাহরুখ-পুত্রের কাউন্সেলিং চলছে। তাঁকে নেশামুক্ত করে, ফের সাধারণ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাঁরা। সূত্রের খবর, NCB-র সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন আরিয়ান। জেল থেকে বেরিয়ে কী করবেন, তাও জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। 

আরও পড়ুন: দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, আজ থেকে জারি হয়েছে হলুদ সতর্কতা


এনসিবি সূত্রে খবর, আরিয়ান জানিয়েছেন, জেল থেকে মুক্তির পরই তিনি গরিব এবং পিছিয়ে পড়া মানুষের সামাজিক এবং আর্থিক উন্নয়নের জন্য কাজ করবেন৷ শুধু তাই নয়, ভুল কারণে সংবাদমাধ্যমের শিরোনামে আসতে হয়, এমন কোনও কাজও তিনি করবেন না৷ এনসিবি কর্তাকে আরিয়ান বলেন, ‘আমি এমন কিছু করব যাতে আপনি একদিন আমাকে নিয়ে গর্ব বোধ করবেন৷’এনজিও-র কর্মীরা ছাড়াও এনসিবি আধিকারিকরা আরিয়ানের কাউন্সিলিং করেন৷ আগামী ২০ অক্টোবর আরিয়ানের জামিনের শুনানি হওয়ার কথা৷

Related posts

‘গানের ভিতর দিয়ে’ তৃতীয় বর্ষের প্রতিযোগিতা

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা