কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আশীষ মিত্র

ডেস্ক: কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আশীষ মিত্র। গত ৩মে মারা যান তিনি।মৃত্যুকালীন বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘ দিন ধরে চলচ্চিত্রে, টিভি, অ্যাডফ্লিমে কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ‘ভারত প্রেম কথা, ‘মুন্সি প্রেম চাঁদের গল্প ‘।

ছোট পর্দার পাশাপাশি বড়পর্দায় সমান দক্ষতার সঙ্গে একাধিক কাজ করেছেন। তার উল্লেখ যোগ্য ছবি ‘লোফার’ ‘ফিরে এসো তুমি প্রেম ‘। ছোটদের জন্য উল্লেখযোগ্য ‘আমরা পাঁচ’। এছাড়া ধারাবাহিক ভাবে একাধিক ছবি বানিয়ে গেছেন তিনি। তাঁর বেশ কিছু ছবি মুক্তি পাওয়ার অপেক্ষা। তাঁর মৃত্যুতে শোক স্তব্ধ সিনেমা টিভি জগতের শিল্পিরা।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল