সলমন খানকে সাপে কামড়ালো

মুম্বই: সাপে কামড়াল সলমন খানকে। শনিবার মাঝরাতে অভিনেতাকে নবী মম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। নিজের খামার বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় আচমকাই সাপে কামড়ায় তাঁকে।

জানা গিয়েছে, পনবেলে খামার বাড়িতে আড্ডা দেওয়ার সময় হঠাৎ-ই হাতে ব্যথা অনুভব করেন ভাইজান। জানা যাকে তাঁকে সাপে কামড়েছে। রাত তিনটে নাগাদ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, অভিনেতার এক বন্ধু জানিয়েছেন, ওই সাপের বিষ ছিল না। তাই হাসপাতালে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আবার খামার বাড়িতে ফিরে যান সলমন। সেখানেই আপাতত বিশ্রামে রয়েছেন তিনি।

সূত্রের খবর, ওই খামার বাড়িতে যে সাপ রয়েছে তা আগেই জানিয়েছিলেন খামার বাড়ির কেয়ারটেকার। এই ঘটনার সাপটিকে খুঁজে বরে করতে উদ্যোগী হয় বন দফতর। শুরু হয় খোঁজ খবর করা।ছুটির দিনগুলিতে এখানেই কাটান সলমন।

আরও পড়ুন : বিজেপি রাজ্য দফতর বাঙালি কাঁকড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান : বাবুল সুপ্রিয়

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে