প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল

কলকাতা: প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাসবিহারী ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

গত ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্য়ু হয়।

‘গুপী গায়েন বাঘা বাইন’-সহ সত্যজিৎ রায়ের একাধিক ছবির কণ্ঠশিল্পী ছিলেন অনুপ ঘোষাল। ১৯৬৭-তে মুক্তি পাওয়া ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির ‘দেখো রে নয়ন মেলে’, ‘ভূতের রাজা দিল বর’, ‘ও মন্ত্রী মশাই’ এর মতো কালজয়ী গান তাঁর গাওয়া। এরপর ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘হীরক রাজার দেশে’ ছবির ‘মোরা দুজনায় রাজার জামাই’, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’, ‘এসে হীরক দেশে’র মতো গানও অনুপ ঘোষালেরই গাওয়া। এজন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন অনুপ ঘোষাল।

তপন সিন্হার ‘সাগিনা মাহাতো’ ছবির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি।  নজরুলগীতি ও শ্যামাসঙ্গীতেও মুন্সিয়ানা ছিল তাঁর। ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ও পান অনুপ। ২০১১-র বিধানসভা ভোটে জিতে উত্তরপাড়ার তৃণমূল বিধায়কও হয়েছিলেন অনুপ ঘোষাল। গায়ক ও প্রাক্তন বিধায়কের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related posts

‘গানের ভিতর দিয়ে’ তৃতীয় বর্ষের প্রতিযোগিতা

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা