রহস্য-রোমাঞ্চে ভরপুর, ওয়েব সিরিজে সোহম-শ্রাবন্তী জুটি

ডেস্কঃ দর্শকদের পছন্দের তালিকায় বরাবরই রয়েছে সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম।রূপালী পর্দায় সোহম-শ্রাবন্তী জুটির অভিনয় প্রায়শই দেখা যায়।একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন তারা।ব্যক্তিগত জীবনে সোহমের খুব ভালো বন্ধু শ্রাবন্তী। খুব শীঘ্রই ফের এই জুটিকে একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা।তবে এবারে আর বড় পর্দাতে নয়,ওয়েব সিরিজে অভিনয় করছে এই জুটি।সিরিজের নাম “দুজনে”।ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক।


রহস্য-রোমাঞ্চে ভরপুর এই থ্রিলারে স্বামী অমর ও স্ত্রী অহনার চরিত্রে অভিনয় করছেন সোহম ও শ্রাবন্তী। ওয়েব দুনিয়ায় পা রেখে খুশি শ্রাবন্তীও। শ্রাবন্তী জানান, “আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে দারুণ লাগছে। তাও আবার সোহমের সঙ্গে। ওর সঙ্গে সিনেমার শুটিংও করছি। দুজনে’র গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই কারণেই রাজি হয়ে গিয়েছিলাম।

আরও পড়ুনঃ ‘থ্রি কোর্স মিল’ নিয়েই রুপোলি পর্দায় তৈরি হচ্ছে ছবি, ভাবনায় তিন বাঙালি পরিচালক


সোহম ও শ্রাবন্তীকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে I প্রযোজনা সংস্হার পক্ষ থেকে জানানো হয়েছে,ওটিটি প্ল্যার্টফর্মে সিরিজের স্ট্রিমিং শুরু হবে ২ রা মে থেকে।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল