‘থ্রি কোর্স মিল’ নিয়েই রুপোলি পর্দায় তৈরি হচ্ছে ছবি, ভাবনায় তিন বাঙালি পরিচালক

ডেস্কঃ রেস্তরাঁতে গিয়ে ‘থ্রি কোর্স মিল’ খেতে সকলেই পছন্দ করেন। ‘থ্রি কোর্স মিল’ এ প্রথমে পাতে পরে হালকা কোনও খাবার, একটু খিদে বাড়তেই চলে আসে ইচ্ছা মত রসনাতৃপ্তি। শেষ পাতে মিষ্টিমুখ।এবার এই ‘থ্রি কোর্স মিল’ নিয়েই রুপোলি পর্দায় তৈরি হচ্ছে ছবি Iএমন ভাবনার বাস্তবায়িত করতে চলেছেন বাংলার তিন পরিচালক ,শিলাদিত্য মৌলিক – ইন্দ্রাশিস আচার্য এবং অর্জুন দত্ত।

তিনটি ভিন্ন স্বাদের গল্প একই সঙ্গে থাকছে ছবিতে।ইংরেজিতে যাকে বলা হয় ‘অ্যানথোলজি’। ছবির নাম দেওয়া হয়েছে ‘থ্রি কোর্স মিল’।তবে খাবার ঘিরেই আবর্তিত হবে ছবির গল্প।তবে ছবিটি হবে ‘ডার্ক ফ্যান্টাসি থ্রিলার’ ঘরানায়।একদম ভিন্ন ধরনের একটি ছবি হতে চলেছে এটি। ‘থ্রি কোর্স মিল’-এ নিজেদের স্বতন্ত্র স্বাদ ঢেলে দেবেন তিন পরিচালক I প্রত্যেক মানুষেরই একটি অন্ধকার দিক থাকে। সেই দিকটিই নিজের গল্পে তুলে ধরবেন শিলাদিত্য।

আরও পড়ুনঃ ওয়েবের হাত ধরে ‘কামব্যাক’ করতে চলেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী
জানা গিয়েছে,তিন পরিচালকের তিন ভিন্ন গল্পে অভিনয় করবেন তিন বলিউড তারকা। তবে কোন কোন তারকা রয়েছে এই ছবিতে, সেই রহস্য উন্মোচন হয়নি এখনও। সব পদ সঠিক ভাবে জোগার হলেই রান্না শুরু হবে ‘থ্রি কোর্স মিল’-এর।

Related posts

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা

মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’, দেখা যাবে একাধিক বাঙালি অভিনেতাকে

তারকাখচিত হোলি উদ্‌যাপন! কিংস এন্টারটেইনমেন্টের জমজমাট ‘কিংসমেনিয়া হোলি উৎসব ২০২৪’