দ্বিতীয় বার বাবা হলেন টলিউড তারকা জিৎ, মোহনার কোলে এল পুত্রসন্তান

কলকাতা: দ্বিতীয়বার বাবা হলেন টলিউড তারকা জিৎ। মোহনা ও জিতের সংসারে এল পুত্রসন্তান।

সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখলেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছার বন্যা বইছে নেট দুনিয়ায়। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই বেজায় খুশি। শুভেচ্ছাবার্তার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। নতুন সদস্যকে ভালবাসায় ভরিয়ে তুলছেন সকলেই।

প্রসঙ্গত, ২০১১ সালে লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন জিৎ। তাঁদের মেয়ের নাম নবন্যা। এ বার এল জিৎ-মোহনার কোলে এল পুত্র।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল