আংশিক মেঘলা আকাশ, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা: গত বছর পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল কলকাতায়। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। এবার পুজোয় কী রকম থাকবে কলকাতা? ক’দিনের রোদ ঝলমলে আবহাওয়া কাটিয়ে সোমবার বেলা গড়াতেই আংশিক মেঘলা আকাশ। তবে এ বারের পুজোয় রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে অভয়বাণী শোনাচ্ছে আবহাওয়া দফতর।

উত্তরে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস বলছে, সোমবারের পর তাও ক্রমশ কমতে শুরু করবে। এ দিকে দক্ষিণবঙ্গেও রোদ ঝলমলে আকাশ। সোমবার দুপুরে কোথাও কোথাও মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়লেও ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। এদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। যেটা বেলা গড়ানোর সঙ্গেই স্পষ্ট হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে রাজ্যে। পশ্চিমাঞ্চল-সহ কোনো কোনও জেলায় এই সপ্তাহান্তে ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। অত্যন্ত মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। নবমী-দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলায় দু-এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টি। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের