কলকাতা: দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার। অভিনয় জীবনে নতুন সিদ্ধান্ত নিয়ে ফেললেন দেব।
দিন দিন ট্র্যাক বদল হচ্ছে টলিউডের ‘খোকাবাবু’র। আর সেই ট্র্যাক ধরে রাখতেই এ বার ঝুলিতে আসছে একেবারে ভিন্ন ধরনের চরিত্র। ব্যোমকেশ বক্সী। টলিউডে একাধিক অভিনেতা ইতিমধ্যেই হয়ে গিয়েছেন ব্যোমকেশ। বিভিন্ন পরিচালকের হাতে বিভিন্ন অভিনেতা ব্যোমকেশ হয়ে উঠেছেন। এ বার সেই চরিত্রের হাত ধরেই কার্যত ‘সাবালকত্বের’ প্রমাণ দিতে চলেছেন দেব!
বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেখা যাবে দেবকে। নিজের টুইটার হ্যান্ডলে জানিয়ে দিয়েছেন তাঁর পরবর্তী ছবির নাম। অভিনেতা লেখেন, ‘ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্তি। অভিনেতা হিসেবে আমার পরের ছবি ব্যোমকেশ দুর্গ রহস্য। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং শ্যাডো ফিল্মস। সব সময়ের মতো আপনাদের আশীর্বাদ চাই।’
উত্তম কুমার থেকে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, অনির্বাণ ভট্টাচার্যকে বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতেও সুশান্ত সিং রাজপুত ‘ডিটেক্টিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। এবার সেই তালিকায় জুড়ল দেবের নাম। তবে বাকি তথ্য এখনও পর্যন্ত রহস্যই রয়ে গিয়েছে।