দুর্গা পুজোয় বাজি ফাটাবেন জিৎ

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে অংশুমান প্রত্যুষের ছবি ‘বাজি’।
গত বছর লকডাউনের জেরে ছবি মুক্তি পিছিয়ে যায়।অবশেষে মুক্তির দিন ঘোষণা হওয়ায় খুশি ভক্তরা।দুর্গা পুজো উপলক্ষে আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার জিৎ।অভিনয়ের পাশাপাশি এই ছবি প্রযোজনাও করেছেন জিৎ।


এই ছবিতে প্রথমবার জিৎ এর সঙ্গে জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী।ছবিতে জিৎ-মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু।ছবির বেশির ভাগ অংশের শ্যুটিং হয়েছে লন্ডনে।গত বছরেই ‘বাজি’র টিজার এবং গান মুক্তি পেয়েছিল।পাভেল পরিচালিত অসুর ছবি মুক্তির প্রায় দুবছর পর জিতের ছবি ‘বাজি’ মুক্তি পাওয়ার খবরে খুশি ভক্তরা।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল