শরীরে বাসা বেঁধেছে মধুমেহ? নিয়মিত পরীক্ষা করাতে হবে চোখ!

ওয়েবডেস্ক : ডায়াবিটিস! দ্য সাইলেন্ট কিলার। ভারতেও উল্কার গতিতে শিকড় ছড়াচ্ছে এই সাংঘাতিক ব্যাধি। তবে একা মধুমেহ নয়, সঙ্গী হয় আরও নানাবিধ অসুখ। তারাও আসে ওই ডায়াবিটিসের হাত ধরেই।

মধুমেহ অনুসারী কোনও অসুখ কী থাবা বসাচ্ছে আপনার শরীরে? জানেন কী, খুব সহজেই তা জেনে যাওয়া সম্ভব।

পরিসংখ্যান বলছে প্রায় ৫০ মিলিয়ন ভারতীয় টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত। এই রোগের প্রভাব আমাদের সারা শরীরে দেখা দিলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের চোখ। ডায়াবেটিস চোখের রক্তনালীর ক্ষতি করে ও চোখের উপর মারাত্মক রকম বাজে প্রভাব ফেলে।

এছাড়াও ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিরা অন্যান্যদের তুলনায় অ্যালজাইমার-সহ অন্যান্য রোগে আক্রান্ত হন বেশী। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে তাঁদের নিয়মিত চক্ষু পরীক্ষা করানো প্রয়োজন। কারণ রেটিনা থেকে এই ধরনের সমস্যার আগাম ইঙ্গিত পাওয়া যেতে পারে।  

অর্থাৎ শুধুমাত্র চোখ পরীক্ষা করেই আপনি জানতে পারবেন, শরীরে ঠিক কতটা গভীর ভাবে বাসা বেধেছে ডায়াবিটিস। বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন যে, নিয়মিত চক্ষু পরীক্ষায় সেই সব বিপদের ইঙ্গিত পাওয়া যেতে পারে। যা প্রথমদিকে ধরা পড়লে সেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

তাই যদি ডায়াবিটিস হয়ে থাকে অবশ্যই নিয়মিত চোখ পরীক্ষা করাতে ভুলবেন না। 

Related posts

বাইরে বেরোলে জ্বালাপোড়া গরম, কী করবেন আর কী করবেন না?

জুন মাসে ভারতে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ

কোভিডে কাহিল ন্যাশনাল মেডিক্যাল, আক্রান্ত ৮০ স্বাস্থ্য কর্মী