Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এক 'পাত্তরে' নিশ্চিন্ত থাকবেন না, হৃদয়ের ঝুঁকি থাকেই - NewsOnly24

এক ‘পাত্তরে’ নিশ্চিন্ত থাকবেন না, হৃদয়ের ঝুঁকি থাকেই

ওয়েবডেস্ক : স্বল্পমাত্রার মদ্যপায়ীদের চালু ধারণা হল, নিয়ন্ত্রিত মদ‍্যপান শরীরের ক্ষতি তো করেই না, বরং শরীরকে সুস্থ রাখে। কেউ বলেন, এতে হার্ট ভাল থাকে, কেউ বলেন, স্ট্রেস কমে, কেউ বলেন, শরীরের লালিত্য বজায় থাকে।

কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই ধারণা ডাহা ভুল! অতি অল্পমাত্রার মদ্যপায়ীদের মধ্যেও রোগব্যাধির আশঙ্কা কম নয়। বরং টানা কয়েক বছর ধরে অল্প অল্প মদ‍্যপান শরীরকে বিপন্ন করে তোলে।

অন্তত চোদ্দো বছর ধরে কেউ যদি নিয়মিত এক পেগ মদ পান করেন তবে তাঁর হৃদরোগের আশঙ্কা তীব্র হয়ে ওঠে। যিনি এক ফোঁটাও মদ্য পান করেন না, আর যিনি প্রতিদিন স্রেফ এক পেগ পান করেন, তাঁদের দু’জনের মধ্যে সুস্থতার মাত্রার ফারাক কিন্তু ওই এক পাত্তরের মতো সামান্য নয়, বরং ব্যাপক।

আরও পড়ুন : বাড়ছে পুরুষের যৌন অক্ষমতা, অবসাদ, কী করবেন?

হৃদরোগের দিক থেকে মদ্যপায়ী ওই ব্যক্তি মদবিমুখ ব্যক্তির চেয়ে প্রায় ১৬ গুণ বেশি ঝুঁকিপূর্ণ।

হার্টের যে রোগটি হওয়ার সম্ভাবনা সর্বাধিক, তা হল Atrial fibrillation। এই রোগে হৃদস্পন্দ অনিয়মিত হয়ে পড়ে (quivering or irregular heartbeat, arrhythmia)। এ ছাড়াও আরও নানারকম জটিলতা দেখা দেয়।

Related posts

পুজোয় অচেনা ভ্রমণ: কুরুমবেড়া দুর্গ আর মোগলমারি বৌদ্ধবিহারে ইতিহাসের হাতছানি

উৎসবের মরশুমে স্বস্তি! দুধ-দুগ্ধজাত পণ্যের দাম কমাল মাদার ডেয়ারি

৩ মাস পর খুলছে ডুয়ার্সের জঙ্গল, হাতি সাফারিতে অনলাইন-অফলাইন বুকিং সুবিধা