করোনা আক্রান্ত জিনেদিন জিদান

ওয়েবডেস্ক : করোনা আক্রান্ত জিনেদিন জিদান। শুক্রবার রিয়াল মাদ্রিদের তরফে জানানো হয়েছে, তাদের কোচ জিদানের করোনা সংক্রমণের কথা। ফ্রান্সের প্রাক্তন ফুটবলার এই মুহূর্তে নিভৃতবাসে।

শনিবার আলাভেসের বিরুদ্ধে ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না জিদান। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রিয়াল। আতলেটিকো মাদ্রিদ ১৭ ম্যাচ খেলে পেয়েছে ৪৪ পয়েন্ট। লিগ শীর্ষে রয়েছে তারাই। একে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে সাত পয়েন্ট পিছিয়ে তারা। 

আরও পড়ুন : দেশে ফিরেই প্রয়াত বাবাকে শ্রদ্ধা জানালেন সিরাজ

জিদানের সহকারী ডেভিড বেটনো শনিবারের ম্যাচে রিয়ালের দায়িত্ব নেবেন। কিছুদিন আগেই জিদানের এক কাছের বন্ধু করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার পর Isolation-এ চলে যান তিনি।

মরসুমের শুরুতে রিয়াল দলের বেশ কিছু ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এডেন হ্যাজার্ড, কাসেমিরো এবং এদের মিলিটায়ো। ২০১৬ সালে প্রথম বার রিয়াল মাদ্রিদে কোচের দায়িত্ব নিয়েছিলেন জিদান। ২০১৮ সালে ছেড়ে দেওয়ার পর, ২০১৯ সালে আবার দায়িত্ব নেন তিনি। 

Related posts

ইডেনে অঘটন! রানের পাহাড় গড়েও পঞ্জাবের কাছে হার কলকাতার

ইডেনে আজ পঞ্জাব-কলকাতা লড়াই, কখন কোথায় দেখবেন

নাটকীয় জয়! আরসিবি-কে ১ রানে হারাল নাইটরা