Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জন সেনগুপ্তর উইন্টার কালেকশন লঞ্চ হল - NewsOnly24

জন সেনগুপ্তর উইন্টার কালেকশন লঞ্চ হল

দেবারতি ঘোষ : ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্ত ইতিমধ্যেই পুরুষদের রকমারি পোশাকের নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছেন।সদ্যই তিনি লঞ্চ করেছেন পুরুষদের উইন্টার ফেস্টিভ কলেনশন ২০২২।জনের নতুন এই কালেকশনে সেজে উঠেছেন মডেল অর্চিত রায় এবং রাজ চন্দ্র।মেকআপ এবং হেয়ার স্টাইল করেছেন মাহি দেবনাথ।ফটোগ্রাফি করেছেন অঞ্জন ধাউরি।

নতুন কালেকশনে বোল্ড লুকে দেখা গেল মডেলদের।নতুন কালেকশন গুলি একদিকে যেমন শীতকালে বিয়েবাড়ির জন্য উপযুক্ত,তেমনই সরস্বতী পূজা অথবা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ও পরা যাবে।জনের তৈরি হালকার উপর তৈরি পাঞ্জাবি গুলি ট্রেন্ডি লুক নিয়ে এসেছে।চান্দেরির কাজ ও কিন্তু এখানে উষ্ণতার ছোঁয়া এনে দিয়েছে।এছাড়াও কালেকশনে রয়েছে ধুতি।নতুন প্রজন্ম স্মার্ট ড্রেসআপ করতে বেশি পছন্দ করে,সেই ভাবনা থেকেই পোশাকে স্মার্ট কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে।

এছাড়া ও বিভিন্ন ধরনের প্রিন্টেড কোট তৈরি করে একটা ফানকি লুক দেওয়া হয়েছে,যা নতুন প্রজন্মের পছন্দ হবে আশা করা যায়।তিনি কিন্তু পাশ্চাত্য প্লাস ট্রেন্ডি মিশিয়ে তৈরি করেছেন।মটকা,তসর,বিভিন্ন সিল্ক এর মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি আনা হয়েছে। ২০২২ এর উইন্টার ফেস্টিভ কলেনশনের আসল কথা হলো,মেলবন্ধন।বিভিন্ন রকমের ডিজাইন মাথায় রেখেই কিন্তু এই কালেনশন গুলি আনা হয়েছে।ধুতির ক্ষেত্রে নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই স্টিচ ধুতি রাখা হয়েছে।পুরুষের কালেকশনের মূল কথা হলো সিম্প্লিসিটি।সেই সিম্প্লিশিটি ছড়িয়ে রয়েছে জনের নতুন কালেকশনে।

Related posts

পুজোয় অচেনা ভ্রমণ: কুরুমবেড়া দুর্গ আর মোগলমারি বৌদ্ধবিহারে ইতিহাসের হাতছানি

উৎসবের মরশুমে স্বস্তি! দুধ-দুগ্ধজাত পণ্যের দাম কমাল মাদার ডেয়ারি

৩ মাস পর খুলছে ডুয়ার্সের জঙ্গল, হাতি সাফারিতে অনলাইন-অফলাইন বুকিং সুবিধা