আইআইটি খড়গপুরেও করোনার থাবা, আক্রান্ত ৩১

প্রযুক্তি ও উচ্চশিক্ষার আঁতুড়ঘর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অন্দরমহলেও এবার ভাল মতন হানাদারি চালাল করোনা।

ছাত্রছাত্রী ও কর্মী সহ মোট ৩১ জন আক্রান্ত হয়েছে বলে আইআইটি খড়গপুর সূত্রে জানা গিয়েছে। আক্রান্তদের আপাতত ক্যাম্পাস এর মধ্যেই পৃথক করে রাখা হয়েছে।

আক্রান্ত ছাত্রছাত্রীদের ক্যাম্পাস এর মধ্যে স্যার আশুতোষ মুখার্জী হলে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

আইআইটি খড়গপুর এর রেজিস্ট্রার তমাল নাথ এর বক্তব্য অনুযায়ী, “আইআইটি খড়গপুর ক্যাম্পাস এর মধ্যে মোট ৩১ জন কভিড পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে যেমন কর্মীরা রয়েছেন, তেমনি পড়ুয়ারাও রয়েছেন। সবারই চিকিৎসা চালু রয়েছে। সকলেই এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছেন। ভয় পাওয়ার মতন কিছু হয়নি এখনও।”

Related posts

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!