কলকাতা: বেলানগর স্টেশনে কাজের জন্য রবিবার হাওড়া কর্ড লাইনে সব লোকাল বন্ধ। তবে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
পূর্বরেলের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, বালির বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ রয়েছে। ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য কর্ড লাইনে সব লোকাল বন্ধ থাকবে। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত লোকাল ট্রেন বাতিল থাকবে।
রবিবার সকাল ৮টা ১০ মিনিট এবং সকাল ৯টা ১৫ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছাড়ছে বর্ধমান-হাওড়া স্পেশাল লোকাল ট্রেন। এর পর দুপুর ২টো ৪৫ মিনিট এবং দুপুর ৩টে ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে হাওড়া-বর্ধমান স্পেশাল লোকাল ট্রেন।
এ দিকে, শিয়ালদহ মেন সেকশনে বাতিল থাকবে ১৮ জোড়া লোকাল ট্রেন। ইছাপুরের কাছে একটি রেল ব্রিজ মেরামতির জন্য এই দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।
বাতিল ট্রেনগুলি হল পাঁচ জোড়া শিয়ালদহ-নৈহাটি, তিন জোড়া শিয়ালদহ-রানাঘাট, চার জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, দুই জোড়া শিয়ালদহ-বারাকপুর। এছাড়াও এক জোড়া করে শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে এবং দমদম জংশন-বারাকপুর লোকাল বন্ধ থাকবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র যাত্রীদের সমস্যার জন্য সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বলেন, কাজটি হলে আগামীতে ট্রেন পরিষেবা আরও উন্নত হবে।