দুর্ঘটনার কবলে দিঘা-কলকাতা সরকারি বাস, আহত অন্তত ২৭ যাত্রী

রবিবার সাতসকালে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে পথ দুর্ঘটনা। দিঘা থেকে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় আহত অন্তত ২৭ জন বাসযাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘা থেকে কলকাতার উদ্দেশে যাওয়ার পথে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতারকের কাছে সিগনাল থাকার কারণে দ্রুতগতিতে আসা সরকারি বাস দাঁড়িয়ে পড়ে। সেই সময়ই পিছনে এক তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের পিছনে ধাক্কা মারে। এর জেরে বাসের বেশিরভাগ যাত্রী জখম হন।

উল্টো দিকে, ট্যাঙ্কারের চালক এবং খালাসিও গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তমলুক ও কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই। তবে ১৫ জন বাসযাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ