বাংলায় অকাল বৃষ্টির জেরে সড়ক দুর্ঘটনা, মৃত ৩

শনিবার বিকেল থেকেই বাংলার আকাশ মেঘে ঢাকতে শুরু করেছিল। এর পর মধ্যরাত থেকেই শুরু হয় অল্প অল্প বৃষ্টিপাত। আর এই ঘন কুয়াশা ও ভোর রাতের বৃষ্টির জেরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ জনের।

এদিকে পাণ্ডবেশ্বরের কুমারডিহি জংশনের কাছে পার্ক করা একটি ডাম্পারের পিছনে একটি মারুতি ভ্যান ধাক্কা দেয়। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। অন্যদিকে আসানসোলের রূপনারায়ণপুর থেকে সিউড়িতে বিয়েবাড়ি থেকে রূপনারায়ণপুরে ফেরার সময় ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকাল থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূমে শুরু হয়েছে বৃষ্টিপাত।

রবিবার ছুটির দিন এবং একই সঙ্গে ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উদযাপনের মেজাজ অনেকটাই নষ্ট হয় এই অসময়ের বৃষ্টিতে। স্বাভাবিকভাবেই এদিন রাস্তায় মানুষের সংখ্যাও তুলনামূলকভাবে অনেকটাই কম দেখা যায়।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ